আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে আদালত এ গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং ৪ ডিসেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
এর আগে, ২৬ নভেম্বর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় রমিজ উদ্দিন হত্যা মামলায় আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ৭ নভেম্বর রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।
২৭ নভেম্বর আজিমপুরে শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে চার দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এসময় তার আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চাওয়ার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে আদেশ দেন।