আদালতের কাছে স্বামীসহ স্বাভাবিক জীবনে ফিরতে আকুতি জানিয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। তার স্বামী একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মিরপুর থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে তিনি এ আকুতি জানান।
শুনানির সময় আদালতের কাছে কথা বলার অনুমতি চান ফারাজানা রুপা। বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন।
অনুমতি পেয়ে রুপা কাঠগড়ার সামনের দিকে এগিয়ে গিয়ে বলেন, ‘আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুজনই কারাগারে। ছয় মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই।’
শুনানি শেষে বিচারক ফারজানা রুপা ও সাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে, আজ সকাল সাড়ে ৯টায় প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় ফারজানা রুপাকে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নারীদের সেলে রাখা হয় তাকে।
একইভাবে সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে সাকিল আহমেদকে আদালতে হাজির করা হয়। হাজতখানার পুরুষ সেলে রাখা হয় তাকে। আলাদা সেলে রাখায় দেখা হয় না এই সাংবাদিক দম্পতির।