মাদক মামলায় সম্রাটের বিচার শুরু

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রাজধানীর রমনা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ আদেশের মাধ্যমে সম্রাটের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

মামলায় সম্রাট ছাড়াও তার সহযোগী এনামুল হক আরমানের বিচার শুরু হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন, মামলাটি আজ অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। আসামিদের পক্ষে শুনানি পেছাতো সময় আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।