যুবদল নেতার মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (২ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে  বিএনপিপন্থি আইনজীবীরা এ বিক্ষোভ করেন। 

একইসঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে সংগঠনটি। আর যেনো যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী খুন না হন, সেই বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আইনজীবী ফোরামের নেতারা।

ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রশাসনে তৎপর। এক মাসের মধ্যে তাদের অপসারণ করতে হবে। তৌহিদুল হত্যার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমটি গঠনের দাবিও জানান তিনি।

তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সদরের পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
  

 
তৌহিদুল ইসলামের বড় ভাই আবুল কালাম আজাদ টিপু গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে যৌথ বাহিনীর সদস্যরা তৌহিদুলকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে পুলিশ তাদের ফোন করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে, আপনারা হাসপাতালে আসেন। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে আমার ভাইয়ের লাশ দেখতে পাই।’