বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ

হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হয়েছিল তাকে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি শাহেদ নূরউদ্দিন কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৬(৮) অনুচ্ছেদমতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে ৩০ জানুয়ারি পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।’

এর আগে, গত ৩০ জানুয়ারি ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান।

সেদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, বিচারপতি শাহেদ নূরউদ্দিন প্রধান বিচারপতির মাধ্যমে নিজ স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। 

হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের অনুসন্ধান চলছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে। যদিও অনুসন্ধান পর্যায়েই লাল পাসপোর্ট সারেন্ডার করে তিন মাস আগেই কানাডায় পাড়ি জমান তিনি।

সেখান থেকেই গত সপ্তাহে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান উচ্চ আদালতের এই বিচারক। গত ৩০ জানুয়ারি পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার দিন ছিল। এর আগেই তিনি পদত্যাগ করলেন।