সাতক্ষীরায় তৎকালীন বিরোধীদলীয় ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় হাবিবসহ বিএনপির ৫০ নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন আদালত।
এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ১০ বছরের সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে পরবর্তীতে কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব বলেন, ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার দোসররা সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে ঘটনার ১২ বছর পর আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে সর্বোচ্চ শাস্তি দিয়েছিল। অথচ আমি ওই সময়ে ঘটনাস্থলেই ছিলাম না।’
‘এ মামলায় আমি দীর্ঘ ৪ বছর কারান্তরীণ ছিলাম। এরপর গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমি কারাগার থেকে আইনী লড়াইয়ের মাধ্যমে জামিনে বেরিয়ে এসেছি। মহান আল্লাহপাকের অশেষ রহমতে আজ আমি মুক্ত।’
তিনি আরও বলেন, ‘আমি বর্তমান সরকারের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছি। যার কারনে আমি মুক্ত হতে পেরেছি।’
এদিকে, হাবিবুল ইসলাম হাবিব মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় তার নির্বাচনি এলাকা সাতক্ষীরার তালা ও কলারোয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা।