স্ত্রী-কন্যাসহ খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে  এই ৩টি মামলা দায়ের করা হয়েছে।
 
মঙ্গলবার (২২ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, প্রথম মামলায় সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তার নামে থাকা ১২টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়েছে, তার স্ত্রী শাহীন আকতার তার স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এই মামলায় তার সঙ্গে খাইরুজ্জামান লিটনকেও আসামি করা হয়েছে।

তৃতীয় মামলায়, কন্যা আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে পিতার সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, তার নামে থাকা ৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত হয়েছে। এই মামলায়ও তার পিতা খাইরুজ্জামান লিটনকেও আসামি করা হয়েছে।

তিনটি মামলায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।