রাজধানীর যাত্রাবাড়ীতে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রায় নয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়ার শেষে এ রায় ঘোষণা করা হয়, যা ভুক্তভোগী পরিবারসহ মানবাধিকারকর্মীদের কাছে ন্যায়বিচারের একটি দৃঢ় উদাহরণ হিসেবে প্রতীয়মান হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মো. গোলাম কবির আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন: শামীম হোসেন, তার বন্ধু নাজমুল ও জিলকদ— সকলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ২০১৬ সালে রাজধানীর একটি কলেজে উচ্চমাধ্যমিক স্তরে অধ্যয়নরত ছিলেন। সেই সময় তার পূর্বপরিচিত শামীম হোসেন কৌশলে তাকে যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় ডেকে নেন। ২০১৬ সালের ১৫ মার্চ শামীম ও তার দুই বন্ধু নাজমুল এবং জিলকদ মিলে ওই বাসায় তাকে দলবদ্ধ ধর্ষণ করেন।
পরদিন, ভুক্তভোগীর মা যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ২০১৬ সালের ২ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলার অন্যতম আসামি জিলকদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়।