বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা করার অভিযোগে দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মাশহুদ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এ মামলা করা হয়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. হারুন-অর-রশিদ এ মামলা দায়ের করেন।
অপর অভিযুক্তরা হলেন- দুদকের সাবেক কমিশনার হাবিবুর রহমান, আবুল হাসান মঞ্জুর মান্নান ও দুদকের সাবেক সচিব মোখলেসুর রহমান।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৫ মে আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছেন।
বাদীপক্ষের অন্যতম আইনজীবী হোসেন খান হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেন, যা পরবর্তীতে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।