সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক।
এর আগে ২০ জুলাই আদালত সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী, মা ও ভাইয়ের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়। দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাতের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
এর আগে গত মে মাসে মুন্নী সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন। এসব ব্যাংক হিসাবে প্রায় ১৮ কোটি টাকা রয়েছে।
হিসাব খোলার তারিখ থেকে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনকভাবে ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা লেনদেন করা হয়েছে। বর্তমানে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা স্থিতি রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে এসব ব্যাংক হিসাবগুলোর লেনদেন সন্দেহজনক মনে হলে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করা হয়।