বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার মামলার আলোচিত হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। পেশাগত অসদাচরণের অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগপত্র জমা দেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট প্রশাসন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, প্রথমে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এরপর সেটি প্রধান বিচারপতির দপ্তরে আসে। প্রধান বিচারপতি তা আইন মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন।
আখতারুজ্জামান ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও আরও কয়েকজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন।
তিনি ১৯৯১ সালে জেলা আদালতে আইন অনুশীলন শুরু করেন, ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিচার বিভাগে যোগ দেন। ২০১৫ সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান, ২০১৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২০২১ সালে স্থায়ী হাইকোর্ট বিচারক হন।