রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমন বলেন, আজ দুপুরে কারাগার থেকে তাজুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁওয়ে ‘বৈষম্য বিরোধী আন্দোলন’-এ অংশ নিয়েছিলেন সালাউদ্দিন সুমন নামের এক ব্যক্তি। আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে, যাতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সালাউদ্দিন নিহত হন।
পরে নিহতের পরিবারের পক্ষ থেকে চলতি বছরের ৬ জুলাই খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহাম্মদ আসাদুর রহমান ২ সেপ্টেম্বর আদালতে তাজুল ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এরপর আদালত শুনানির জন্য ৮ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) শুনানি শেষে আদালত তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।