মানবতাবিরোধী অপরাধের জুলাই-আগস্ট মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া জবানবন্দির ওপর রোববার (২১ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করছেন রাষ্ট্রীয় খরচে নিয়োজিত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন।
রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই জেরা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হন।
এর আগে, গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর টানা দুইদিন জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। আজকের কার্যক্রমে মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে রংপুরের ট্রাইব্যুনাল-২ এ আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ সাক্ষ্য দেন শিক্ষার্থী সিয়াম আহসান আয়ান। তিনি জানান, গুলিবিদ্ধ হওয়ার পর প্রথম তিনিই আবু সাঈদকে ধরেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এর আগে মামলার আসামিদের আদালতে হাজির করা হয়।