অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট। চালু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম।
অবকাশ শেষে রোববার (১৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে প্রথম কার্যদিবস। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সকাল ১১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। এরপর থাকবে একটি সৌজন্য সভা।
গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ছুটির পর প্রথম কার্যদিবসে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।
এ সাক্ষাতের জন্য সময় নির্ধারণ করা হয়েছে আজ সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এটি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে।
সেখানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য আইনজীবীরা উপস্থিত থাকবেন।
এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, ঢাকার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ৫ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এই দীর্ঘ ছুটির মধ্যে আপিল বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য চেম্বার কোর্ট চালু ছিল। হাইকোর্ট বিভাগেও নির্ধারিত বেঞ্চ দায়িত্ব পালন করে। এই ব্যবস্থা নেওয়া হয় প্রধান বিচারপতির নির্দেশনায়, যাতে ছুটির সময়ও জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তি সম্ভব হয়।