রাজধানীতে ৩ সহযোগীসহ মাদক সম্রাজ্ঞী আটক

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও মাদকসহ ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত শাহজাদি ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পল্লবীর বেগুনটিলা বস্তি এলাকায় থেকে তাদের আটক করা হয়। মাদক কারবারি শাহজাদি ও তার সহযোগীদের পল্লবী থানায় হস্থান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে সেনাবাহিনীর দুটি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে তদন্ত ও জিজ্ঞাসাবাদ করে শাহজাদির বাসা থেকে ৪৬০ গ্রাম হিরোইন, ২ রাউন্ড অ্যামুনিশনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

মাদক কারবারি শাহাজাদী পল্লবী এলাকায় বিগত কয়েক বছর ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল এবং এরআগেও তাকে ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালায় যৌথ বাহিনী। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক ব্যবসা, অবৈধ টাকা পয়সা লেনদেনের অপরাধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।