অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেপ্তার ৭৪৩ জন

‘অপারেশন ডেভিল হান্টে’ ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৫৭ জনকে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। 

তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৭৪৩ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত ১ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ছাড়াও ১টি শুটার গান, ১টি কার্তুজ ও ২টি চাকু উদ্ধার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।