দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিওকে দুদকের তলব

নানা অভিযোগে দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এবং সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সাবেক নেতাকেও তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া কয়েকজন ব্যক্তিকে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

সাংবাদিকদের দুদক মহাপরিচালক বলেন, তুহিন ফারাবি এবং মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদকের মহাপরিচালক আরও জানান, গত ২৭ এপ্রিল মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবির বিরুদ্ধে প্রাথমিক গোয়েন্দা তদন্ত শুরু করে কমিশন। এই তদন্তের অংশ হিসেবে এখন তাদের বক্তব্য নেওয়া হবে।

সম্প্রতি উপদেষ্টা পর্যায়ের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় কিছু ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত অভিযোগ উঠে আসে। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি দুদক তদন্ত কার্যক্রম শুরু করেছে।

দুদক সূত্রে জানা যায়, তদন্তে প্রমাণ মিললে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।