একদিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৫৬

ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও মোট ১৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২১ জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০২৯ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে চাইনিজ রাইফেল কার্তুজ ৫টি, ছুরি একটি, লোহার হাতুড়ি একটি, দেশীয় অস্ত্র দুটি, মোবাইল সেট চারটি, দেশীয় তৈরি ওয়ান শুটারগান দুটি, ১২ বোর কার্তুজ একটি, দা ৩টি, লোহার তৈরি ছোরা দুটি, থ্রি নট থ্রি রাইফেলের গুলি তিনটি, থ্রি নট থ্রি রাইফেলেরগুলোর এমটি কার্টিজ (খোসা) একটি, বার্মিজ চাকু একটি, শর্টগানের তাজা গুলি ৯টি, গুলির খোসা ৪টি উদ্ধার করা হয়েছে।

বিশেষ এ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।