ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলায় বড় তাজপুর গ্রামে ভয়াবহ ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামী জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) ধারালো দা দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। জহির উদ্দিন একই এলাকার মৃত অম্পা মন্ডলের ছেলে।

স্থানীয় পুলিশ ওসি তামবীরুল ইসলাম জানান, দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষের এক পর্যায়ে জহির উদ্দিন তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে রাখেন। পরদিন সকালে এলাকাবাসী রোকেয়ার নিথর দেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জহির উদ্দিনকে গ্রেপ্তার করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহ থেকে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়।