কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার টিএনটি আর্মি ক্যাম্প এলাকায় সেনাবাহিনী-এপিবিএন পুলিশের যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
আটকরা হলেন- উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন এবং একই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে জলু মিয়া।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিএনটি আর্মি ক্যাম্পের চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দেয়া হয়। তবে চালক সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা ধাওয়া করে সিএনজিটি আটক করেন। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো ৯ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলাল ও জলু ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। জব্দকৃত ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আটক দের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহ-অধিনায়ক উইক্য সিং বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা কারবারিদের ধরতে ভবিষ্যতেও আমাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। যেকোনো মূল্যে এই অপরাধ চক্রকে নির্মূল করা হবে।