রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে গত সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগানের লন্ডন কলেজের পাশের একটি বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার পর থেকেই তার স্বামী নজরুল ইসলাম পলাতক ছিলেন।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত নজরুল ও নিহত তাসলিমার ১৭ ও ১৪ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। গত রোববার (১২ অক্টোবর) রাতে তার দুই মেয়ে আলাদা ঘরে ঘুমায়। পরদিন (সোমবার) সকালে উঠে নজরুল ইসলাম তার দুই মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, ‘তোমাদের মা আরেকজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে বাড়ি ছেড়েছেন’। এরপর তিনি দুই মেয়েকে নিয়ে তাদের ফুফুর (নজরুলের বোন) বাসায় রেখে আসেন।
এ ঘটনার পর ওই দম্পতির দুই মেয়ে প্রথমে মাকে এবং পরবর্তীতে বাবাকেও ফোনে পায় না। একপর্যায়ে সন্দেহ হলে বিষয়টি তারা মামাসহ অন্যদের জানায়। পরে তাসলিমার ভাইয়েরা পুলিশকে বিষয়টি জানালে গত সোমবার সন্ধ্যায় ওই বাসায় গিয়ে ডিপ ফ্রিজের ভেতরে তাসলিমার মরদেহ পায় পুলিশ।
কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নজরুল তেমন কিছু করতেন না। একসময় আদাবরে তার বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রির টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় সংসার চালাতেন তিনি।