রাজধানীর আলোচিত মামুন হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন ইমন-মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি, এমনটাই জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, মামুন হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মামুনকে হত্যার জন্য মাত্র দুই লাখ টাকায় শ্যুটার ভাড়া করেন রনি, যিনি একসময় মামুনের সহযোগী ছিলেন।
শফিকুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের আগের রাতে মিরপুরে রনির বাসায় পরিকল্পনা হয়। কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। এছাড়া শামীম, ইউসুফ ও রুবেল এ হত্যাকাণ্ডে জড়িত।’
তিনি আরও জানান, এখন পর্যন্ত নয়জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত কি না, তা তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘রনি এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করেছিল।’