ব্যবসা শিক্ষায় বিশ্বের সেরা ১০ প্রতিষ্ঠান

ব্যবসা শিক্ষায় উচ্চশিক্ষা বা এমবিএ করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে ‘কিউএস গ্লোবাল এমবিএ র‍্যাঙ্কিং ২০২৬’। বিশ্বের সেরা ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান, সুযোগ এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সম্ভাবনার ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।

এবারের তালিকায় ১০০-তে ১০০ স্কোর নিয়ে শীর্ষস্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ‘দ্য ওয়ার্টন স্কুল’। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানকে পেছনে ফেলেছে। ওয়ার্টনের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে চাকরিপ্রাপ্তির সম্ভাবনা (৯৮.৮) এবং চিন্তার নেতৃত্ব বা থট লিডারশিপ (৯৬.৮)।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল (স্কোর ৯৯.৬) এবং তৃতীয় স্থানে এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট (স্কোর ৯৯.৪)।

কিউএস গ্লোবাল এমবিএ র‍্যাঙ্কিং ২০২৬-এর শীর্ষ ১০ প্রতিষ্ঠান:

১. দ্য ওয়ার্টন স্কুল, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া (যুক্তরাষ্ট্র) - ১০০
২. হার্ভার্ড বিজনেস স্কুল (যুক্তরাষ্ট্র) - ৯৯.৬
৩. এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট (যুক্তরাষ্ট্র) - ৯৯.৪
৪. স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস (যুক্তরাষ্ট্র) - ৯৯
৫. এইচইসি প্যারিস (ফ্রান্স) - ৯৮.৪
৬. লন্ডন বিজনেস স্কুল (যুক্তরাজ্য) - ৯৭.৬
৭. কেমব্রিজ জাজ বিজনেস স্কুল (যুক্তরাজ্য) - ৯৭
৮. ইনসিয়াড (ফ্রান্স/সিঙ্গাপুর) - ৯৬.৯
৯. নর্থওয়েস্টার্ন কেলগ স্কুল অব ম্যানেজমেন্ট (যুক্তরাষ্ট্র) - ৯৬.৭
১০. কলাম্বিয়া বিজনেস স্কুল (যুক্তরাষ্ট্র) - ৯৬.১

মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এগুলো হলো- থট লিডারশিপ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট (বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি), এমপ্লয়েবিলিটি (চাকরির সুযোগ), উদ্যোক্তাসুবিধা ও অ্যালামনাই আউটকাম এবং ডাইভারসিটি (বৈচিত্র্য)।

কিউএস কর্তৃপক্ষ জানিয়েছে, এই র‍্যাঙ্কিং শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে যে কোন প্রতিষ্ঠান তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন এবং বিনিয়োগের সঠিক রিটার্ন দিতে সক্ষম।