ডুয়েট ভিসি ড. জয়নাল আবেদীন

সমাজ ও শিল্পখাতমুখী গবেষণাই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘অ্যাপ্লায়েড সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং রিসার্চ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘রিসার্চ তখনই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, যখন তা বাস্তব জীবনের সমস্যা সমাধানে কার্যকর অবদান রাখতে পারে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজ ও শিল্পখাতমুখী গবেষণা ইকোসিস্টেম হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতায় অ্যাপ্লায়েড সায়েন্সভিত্তিক গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাপ্লায়েড সায়েন্সভিত্তিক ইঞ্জিনিয়ারিং গবেষণাই টেকসই উন্নয়ন, ইন্ডাস্ট্রি এবং টেকনোলজির মধ্যে কার্যকর সংযোগ সৃষ্টি করতে পারে।’ এক্ষেত্রে আন্তর্জাতিক কোলাবোরেশনের মাধ্যমে গবেষণাকে আরো প্র্যাকটিক্যাল ও সমস্যা সমাধানভিত্তিক করার ওপর জোর দেন তিনি।

বিসি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতার  প্রার্থনা করে বলেন, ‘দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণার মাধ্যমে শিক্ষা ও গবেষণার উৎকর্ষতায় ডুয়েটকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি।’ এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, ‘অ্যাপ্লায়েড সায়েন্স প্রকৌশল গবেষণার মেরুদণ্ড। এটি তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধানে রূপান্তর করে।’

তিনি টেকসই জ্বালানি, উন্নত উপকরণ, স্মার্ট উৎপাদন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরে অ্যাপ্লায়েড সায়েন্সের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন।

সেমিনারে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান।

 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)-এর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. খাইরুল আজামি বিন সিদেক। তিনি অ্যাপ্লায়েড সায়েন্সভিত্তিক ইঞ্জিনিয়ারিং গবেষণায় ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি লিংকেজ এবং বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আইআইইউএম-এর পরিচিতি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা সম্পর্কেও আলোচনা করেন।

ইনভাইটেড গেস্ট হিসেবে বক্তব্য রাখেন আইআইইউএম-এর সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. কার্টিনি বিনতি আহমাদ এবং সহকারী অধ্যাপক ড. এস এম আফজাল হক। তারা আন্তর্জাতিক প্রকাশনা, মানসম্মত গবেষণা আউটকাম এবং তরুণ গবেষকদের জন্য বৈশ্বিক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করা হয়।