মালয়েশিয়ায় বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের ঢল কেন

সাশ্রয়ী খরচ আর উন্নত জীবনযাত্রার আকর্ষণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে মালয়েশিয়া। বিশেষ করে চীন, বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের কাছে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয়তা এখন তুঙ্গে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস (ইএমজিএস)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যে মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

পরিসংখ্যান বলছে, এ বছরের প্রথম ১১ মাসে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি শিক্ষার্থী এসেছেন চীন থেকে, যার সংখ্যা ২৯ হাজার ৩৮৮। তবে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে। গত বছরের তুলনায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৫৭ জনে। একইভাবে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যাও ৪১ শতাংশ বেড়ে ৩ হাজার ৪১০ জনে পৌঁছেছে।

ইএমজিএসের প্রধান নভি তাজউদ্দিন জানান, এ বছর মোট ৮৭ হাজার ২০৬ জন আন্তর্জাতিক শিক্ষার্থী মালয়েশিয়ায় এসেছেন, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। তিনি আরও জানান, মালয়েশিয়ায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের মতো দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস থাকায় শিক্ষার্থীরা কম খরচে বিশ্বমানের ডিগ্রি অর্জন করতে পারছেন। বর্তমানে দেশটিতে প্রায় ১ লাখ ৫০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যা দেশটির অর্থনীতিতে বছরে প্রায় ১৭ দশমিক ২৮ বিলিয়ন রিংগিত অবদান রাখছে।

তবে ক্রমবর্ধমান চাহিদার কারণে কিছু শীর্ষ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর কোটা পূর্ণ হয়ে গেছে। ফলে শিক্ষার মান ও সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত করতে আপাতত নতুন শিক্ষার্থী ভর্তিতে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

সূত্র: মালয় মেইল ডটকম