চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ জানুয়ারি) বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে। সকাল ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে।
এবারের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়ছেন ৫৬ জন।
সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। এখানে ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৭ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী। আর সবচেয়ে কম শিক্ষার্থী আবেদন করছে শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপইউনিটে। এই ইউনিটে ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন শিক্ষার্থী।
এ বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে। বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।
এ ছাড়া ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।