জকসু নির্বাচনে প্রশাসনের কঠোর নির্দেশনা

আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। এই তিন দিন কোনো ধরনের ছুটির আবেদন গ্রহণ করা হবে না।

এছাড়া, জকসু নির্বাচন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের কোনো ইনস্টিটিউট বা বিভাগকে শিক্ষা সফরের (Study Tour) সময়সূচি না রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নির্বাচনের দিনগুলোতে প্রশাসনিক ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই কঠোর অবস্থান নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করারই একটি অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।