চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত এই ইউনিটে পাশের হার ৫২ দশমিক ৩৯ শতাংশ।

বুধবার (৭ জানুয়ারি )বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান এ তথ্য জানান।

‘এ’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এসব আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৬০৯ জন ভর্তিচ্ছু। মেধা তালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯০ দশমিক ৬৫ নম্বর।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ফল জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রোফাইল লগইন করতে হবে।

গত ২ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয়।

এই ইউনিটে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে মোট ৮৭ হাজার ৬৯৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৯ হাজার ৪১০ জন।

ঢাকা কেন্দ্রের উপস্থিতি ৮৯ দশমিক ৬০ শতাংশ, রাজশাহী কেন্দ্রের উপস্থিতি ৯০ দশমিক ৫০ শতাংশ এবং চট্টগ্রাম কেন্দ্রের উপস্থিতি ৯৩ দশমিক ৩৩ শতাংশ। সব কেন্দ্র মিলিয়ে উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৫৯ শতাংশ।

মোট আবেদনের হিসাবে ‘এ’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন প্রায় ৮০ জন শিক্ষার্থী।

এরপর পর্যায়ক্রমে ‘বি২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।