চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করেছেন গড়ে ২৯ জন শিক্ষার্থী।
‘সি’ ইউনিট তথা ব্যবসায় প্রশাসন অনুষদে বিভাগ রয়েছে মোট ছয়টি। এতে সাধারণ আসন ৫১০টি। এই ইউনিটে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৪ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। এর ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৮৭ শতাংশ। তথ্যটি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সারা দেশে তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৫৩৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। 'সি' ইউনিটে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর থাকবে। এ ছাড়া আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।
ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখতে মাঠে রয়েছেন প্রক্টরিয়াল বডি, চাকসু, বিনসিসি ক্যাডেট, রোভার স্কাউট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং শিক্ষার্থীদের যাতায়াতে যেন ভোগান্তি না পোহাতে হয়, তার জন্য মুরাদপুর বাস ভাড়া পর্যবেক্ষণের জন্য চাকসুর উদ্যোগে মনিটরিং টিম নিয়োজিত করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ' বি ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবছরের ভর্তিযুদ্ধ।