শাকসু নির্বাচন, পুরোদমে চলছে প্রচারণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আগামী ২০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

রোববার (১১ জানুয়ারি) ক্যাম্পাস ঘুরে দেখা যায়, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন। টং দোকান, গোলচত্বর, অ্যাকাডেমিক ভবন, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় গেট, মসজিদ প্রাঙ্গণ ও মেস এলাকায় চলছে সরব প্রচারণা। এতে পুরো ক্যাম্পাসে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মিরাজ বলেন, ‘শাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আমাদের কাছে এসে তাদের বক্তব্য তুলে ধরছেন এবং ভোট ও দোয়া চাইছেন। আমরাও আমাদের প্রত্যাশা ও সমস্যার কথা জানাচ্ছি।’

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অনন্যা ছোয়া বলেন, ‘আমরা প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশার কথা স্পষ্টভাবে জানাচ্ছি। আশা করি, নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসের মূল সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।’

ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘গত কয়েকদিন ধরে আমরা নিয়মিত প্রচারণা চালাচ্ছি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পেরেছি। শিক্ষার্থীদের পরামর্শ ও শাকসু নিয়ে তাদের স্বপ্ন জানার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের পরিকল্পনা ও ভাবনাগুলো তাদের সাথে শেয়ার করছি। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া নানা উদ্ভাবনী ধারণা আমাদের ইশতেহার প্রণয়নে সহায়ক হচ্ছে। সবাই মিলে কাজ করতে পারলে একটি কার্যকর ও জবাবদিহিতামূলক ছাত্র সংসদ গড়া সম্ভব।’

অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী মারুফ বিল্লাহ বলেন, ‘আমরা সরাসরি শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং তাদের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শুনছি। শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা আমাদের আরও দায়িত্বশীল করে তুলছে। শাকসু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়—এটি হবে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন।’

প্রচারনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’