হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
ইউনিটভিত্তিক সময়সূচি ও পরিসংখ্যান:
‘এ’ ইউনিট: ভর্তি পরীক্ষার প্রথম দিন ২৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের মাধ্যমে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। পরীক্ষা হবে তিন শিফটে। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা, বেলা সাড়ে ১১টা থেকে ১টা এবং দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। এই ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ৩০ হাজার ২৭৫ জন। এর মধ্যে কৃষি অনার্সে ৩৭৫টি, মৎস্যবিজ্ঞানে ৮০টি এবং ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞানে (ডিভিএম) ৮০টি আসন রয়েছে।
‘বি’ ইউনিট: পরদিন ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। প্রকৌশল, স্থাপত্য ও বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটের পরীক্ষাও তিন শিফটে অনুষ্ঠিত হবে। এতে মোট আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৫৬২ জন। এছাড়া স্থাপত্য বিভাগের জন্য আলাদা ড্রয়িং পরীক্ষা বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে ১ হাজার ২৫০ জন অংশ নেবেন। এই ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং এবং এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটিতে ৬০টি করে আসন রয়েছে। সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫০টি করে এবং স্থাপত্য বিভাগে ৩০টি আসন রয়েছে। এছাড়া বিজ্ঞান অনুষদের রসায়ন ও পদার্থবিজ্ঞানে ৭৫টি করে এবং গণিত ও পরিসংখ্যানে ৮০টি করে আসন রয়েছে।
‘সি’ ইউনিট: আগামী ২৮ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। এই পরীক্ষাটি সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ব্যবসায় শিক্ষা গ্রুপে ৩ হাজার ১১৬ জন এবং বিজ্ঞান ও মানবিক গ্রুপে ১৭ হাজার ৫৩৩ জন আবেদন করেছেন। আসন সংখ্যার ক্ষেত্রে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ফিন্যান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, ইংরেজি ও অর্থনীতি বিভাগের প্রতিটিতে ৭০টি করে আসন রয়েছে। এছাড়া সমাজবিজ্ঞানে ৬০টি এবং উন্নয়ন অধ্যয়নে ৪০টি আসন বরাদ্দ আছে।
‘ডি’ ইউনিট: একই দিনে (২৮ জানুয়ারি) ‘ডি’ ইউনিটের পরীক্ষাও অনুষ্ঠিত হবে। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। তিন শিফটে অনুষ্ঠিতব্য এ পরীক্ষার সময়সূচি হলো: সকাল সাড়ে ১১টা থেকে ১টা, দুপুর ২টা থেকে সাড়ে ৩টা এবং বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। এই ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৭ জন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সব মিলিয়ে এবার হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় স্থাপত্য বিভাগ বাদে মোট আবেদন পড়েছে ৯৩ হাজার ১২৫টি। স্থাপত্যসহ মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৭৫টি। আসন সংখ্যা সীমিত হওয়ায় এবার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষা হবে বলে মনে করা হচ্ছে।