চুয়েটে স্নাতক ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়ছেন কত জন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগের মোট ৯৩১টি আসনের বিপরীতে এবার লড়াই করছেন ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। অর্থাৎ, প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ১৫ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কন পরীক্ষাটি দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে।

এবারের পরীক্ষায় মোট আসন সংখ্যা ৯৩১টি, যার মধ্যে ১১টি সংরক্ষিত আসন রয়েছে (রাখাইন সম্প্রদায়ের জন্য ১টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১০টি)। ‘ক’ গ্রুপের পরীক্ষার্থীরা ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে, ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের পরীক্ষার্থীরা ৫০০ নম্বরের এমসিকিউ-এর সাথে ২০০ নম্বরের অংকন পরীক্ষাসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষায় বসবেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে চুয়েট ক্যাম্পাস ছাড়াও আরও দুটি উপ-কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। চুয়েট মূল কেন্দ্রে ৮ হাজার ৫০০ জন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ১ হাজার ৩৬৫ জন এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে ৪ হাজার ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তবে ‘খ’ গ্রুপের স্থাপত্য বিভাগের পরীক্ষা শুধুমাত্র চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রাপ্ত তথ্যানুযায়ী, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের গ্রেড পয়েন্টের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করে এই ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল বা মেধাতালিকা আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশিত হবে।