শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পক্ষে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করায় শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, শাকসু নির্বাচনের তফসিল ও প্রক্রিয়া নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা যখন ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করছেন, তখন জুনায়েদ হাসান ক্যাম্পাসে নির্বাচনের পক্ষে সক্রিয় ছিলেন। গত ১৭ জানুয়ারি তিনি শিক্ষার্থীদের জন্য ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান।
তৎকালীন সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুনায়েদ হাসান বলেছিলেন, "ছাত্র সংসদ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি শিক্ষার্থীদের স্বতন্ত্র প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি দলীয় প্রভাবমুক্ত হয়ে নির্বাচনে লড়ছি। দলীয় কোনো চাপ এলেও আমি পিছু হটব না।"
তার এমন অনড় অবস্থানের প্রেক্ষিতেই শেষ পর্যন্ত কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।