রাবিতে 'পরিবেশ সপ্তাহ ২০২৪' শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহব্যাপী ‘আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪’ শুরু হয়েছে।  

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনের চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান গাছের চারা রোপণ করেন। ক্লাবের সাবেক সভাপতি আবিদ হাসান, বর্তমান সভাপতি মাসুদ, সহ-সভাপতি সায়েম আলম, হাসান হাওলাদার, জিন্নাত আরা জেবিন, সাধারণ সম্পাদক শেখ সৈকতসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাবি উপাচার্য সায়েন্স ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সায়েন্স ক্লাবের এই উদ্যোগ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানকেও সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। সায়েন্স ক্লাব আগামীতেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সক্রিয়তা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম দিনে দুপুরে ‘আরইউএসসি এনভায়রনমেন্ট ক্যাম্প ২০২৪’ অনুষ্ঠিত হয়। এনভায়রনমেন্ট অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা এবং জীববৈচিত্র্য, স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, পার্থেনিয়ামসহ জলাধার সংরক্ষণ বিষয়ক ওয়ার্কশপ রয়েছে এই পরিবেশ বিষয়ক কর্মসূচিতে।