পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে কর্মবিরতি

দ্বিতীয় দিনেও বন্ধ ক্লাস ও পরীক্ষা

পেনশনের ‘প্রত্যয়’ স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের সর্বাত্মক কর্মবিরতি। দ্বিতীয় দিনে কর্মবিরতিতে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরাও। সোমবারও বন্ধ ছিল সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম। এতে কার্যত অচল হয়ে পড়েছে পাবলিক বিশ্ব বিদ্যালয়গুলো।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বানে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু এই স্কিমে এখনই কোনো পরিবর্তনের কথা ভাবছে না কর্তৃপক্ষ।

গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর থেকেই এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হয়ে ওঠে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে জুনের ভিন্ন ভিন্ন তারিখে চার দিন অর্ধদিবস কর্মবিরতির পাশাপাশি ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি এবং ১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন তারা।