ঢাকাসহ কয়েক জেলায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

রাজধানীর তেজগাঁয়ে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফেনীর মহিপালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ৪৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Politechnic

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্থগিত হওয়া তাত্ত্বিক অংশে অটোপাস দিয়ে ব্যবহারিক অংশ পরবর্তী পর্বগুলোর সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। দ্রুত অষ্টম পর্বের ভাইভা পরীক্ষা নিয়ে কোর্স সমাপনীর সনদ দিতে হবে। প্রথম, তৃতীয় ও সপ্তম পর্বের সিলেবাস কমিয়ে অনলাইনে/সরাসরি ক্লাস করানোর মাধ্যমে পরীক্ষা নিতে হবে। ডুয়েটসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রদের জন্য আসন বরাদ্দের দাবি জানান তারা।  

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) রাজশাহীতে ছয় দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। 

রোববার ক্রাফট ইনসট্রাক্টর পদে অবৈধ নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে খুলনা যশোর মহাসড়কের বৈকালির মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘন্টা ব্যাপী নগরীর সরকারি বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দেয়।