মঙ্গলবার কাওয়ালী আসরে মেতে উঠবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইন্তিফাদা মঞ্চের আয়োজনে আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা। 
 
বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা ৭ টায় এ দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে না থাকলে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে হবে এ আয়োজন।
 
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইন্তিফাদা মঞ্চের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় আজাদী মঞ্চ পারফরম্যান্স করবে । কাওয়ালী সন্ধ্যায় কাওয়ালী গানের পাশাপাশি দেশাত্মবোধক গানের আয়োজনও থাকবে।
 
এ আয়োজন নিয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাইম বাবু বলেন, আমাদের ক্যাম্পাসে ইতোপূর্বে এমন আয়োজন কখনো হয়নি।তাই এই আয়োজন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল কাজ করছে। আশা করি আয়োজনটি সফল হবে এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন ধারার শিক্ষার্থীদের মন জয় করবে।
 
কাওয়ালী সন্ধ্যার আয়োজন নিয়ে আয়োজক রফিকুল ইসলাম বলেন, ক্যাম্পাসের আশপাশের যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে চায়, তাদের সবাইকে নিয়েই আমরা অনুষ্ঠানটি আয়োজন করছি। চট্টগ্রাম থেকে জনপ্রিয় কাওয়ালি দল আজাদী মঞ্চ আসবে।বরিশালের ইন্তিফাদা মঞ্চও কাওয়ালী সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে পারফর্ম করবে।