ভারত ভিসা কমিয়ে দেওয়ায় ভোগান্তিতে শিক্ষার্থীরা

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম কিছুদিন বন্ধ রেখেছিল। সীমিত আকারে আবার চালু করেছে। বর্তমানে কেবল শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসার আবেদন করা যাচ্ছে। এতে ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে থাকায় বিপাকে পড়ছেন ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা।

জানা গেছে, ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে। এছাড়াও চিকিৎসার জন্যেও ভিসা পেতেও বেগ পেদে হচ্ছে আবেদনকারীদের। সীমিত ভিসা দেওয়ার প্রভাব পড়ছে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

ভিসা জটিলতার সম্ভবত সবচেয়ে বড় প্রভাব পড়েছে এয়ারলাইন্স ব্যবসায়। বাংলাদেশের তিনটি বিমান সংস্থা নভোএয়ার, ইউএস বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনা করে থাকে। ভিসা জটিলতায় যাত্রী যেতে না পারায় এদের মধ্যে দুইটি বিমান সংস্থার ফ্লাইট কমে অর্ধেকে নেমেছে, আর পুরোপুরি বন্ধ হয়ে গেছে একটির। বাংলাদেশ থেকে ভারতে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালনা করতো ইউএস-বাংলা এয়ারলাইন্স।

গত পাঁচ আগস্টের আগে ঢাকা-কলকাতা, ঢাকা-চেন্নাই ও চট্টগ্রাম-কলকাতা এই তিনটি রুটে সপ্তাহে মোট ৩২টি বিমান পরিচালনা করতো সংস্থাটি। তবে পাঁচ আগস্টের পর থেকে দুইটি রুটে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২ তে। আর পুরোপুরি বন্ধ আছে চট্টগ্রাম-কলকাতা রুটে বিমান চলাচল।

এদিকে বুলগেরিয়ার বি‌ভিন্ন বিশ্ববিদ্যাল‌য়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পারবেন। শুক্রবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় এ তথ্য ফেসবুক পোস্টে জানিয়েছে।

মন্ত্রণালয়ের ওই পোস্টে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে যাঁরা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেননি, তাদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানা (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতি শিক্ষাবর্ষে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী এসব দেশে পড়তে যান। বরাবরের মতো এ বছরও বহু শিক্ষার্থী মেধার ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু ভারতের ভিসা না থাকায় তারা নির্দিষ্ট দেশের দূতাবাসে সাক্ষাৎকার দিতে পারছেন না। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। সূত্র: বিবিসি বাংলা