ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নোবিপ্রবিতে আনন্দ মিছিল

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় আনন্দ মিছিল করছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সালাম হলের সামনে থেকে বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক হল ঘুরে পুনরায় সালাম হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘এই মুহূর্তে খবর এল—ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ছাত্রলীগের ঠিকানা, 'এই ক্যাম্পাসে হবে না, 'নাইম শুভ'র ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, 'ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গ ‘, ‘একটু আগে খবর এলো টোকাই লীগ নিষিদ্ধ হলো’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগকে নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অবশেষে তাদের একটা দাবি পূরণ করল অন্তর্বর্তী সরকার। এর প্রেক্ষিতে আনন্দ মিছিল করে নোবিপ্রবি শিক্ষার্থীরা।