সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে শাবিপ্রবিতে তদন্ত কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্যাম্পাসে সবধরনের বেআইনি ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।

SUST Pic

আদেশে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার সত্যানুসন্ধান পূর্বক জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। এ সময়ে সংঘটিত সহিংস ঘটনার তদন্তের জন্য তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন- শাহপরান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইফতেখার আহমদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জামাল উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনযুর উল হায়দার।