‘ইসকনের হামলায়’ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় থেকে মিছিল নিয়ে মূল ফটকের সামনে এসে জড়ো হোন শিক্ষার্থীরা। পরে আরও কয়েকটি ছোট ছোট দল এসে যুক্ত হয় সেখানে।
এসময় শিক্ষার্থীদের ‘চট্টগ্রামে জবাই করে, দিল্লিতে নৃত্য করে’, ‘তুমি কে? আমি কে? সাইফুল সাইফুল’, ‘ইসকন তুই জঙ্গি, আওয়ামী লীগের সঙ্গী’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইসকন সমর্থক যারা পরবর্তীতে সহিংসতা সৃষ্টি করতে চাইবে তাদেরকেও প্রতিহত করা হবে।’
ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ‘ভারতীয় আগ্রাসনবাদী ইস্কন সংগঠন। এই বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করাই তাদের মূল লক্ষ্য। আজকে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে হত্যা করেছে অনতিবিলম্বে তাদেরকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি হবে।’