জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাইয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারসহ দুই দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি আমরণ অনশন শুরু করেন।
অনশনরত শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান অভিযোগ করে বলেন, ‘জুলাইয়ে শিক্ষার্থীদের ওপর যারা নৃশংসভাবে হামলা করেছে। যারা হামলায় মদদ দিয়েছে, এখন পর্যন্ত তাদের বিচার নিশ্চিত হয়নি।
তার আরও অভিযোগ, যারা হামলাকারী, তারা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। হামলাকারীদের বিরুদ্ধে শত শত ভিডিও ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও তারা মামলার প্রস্তুতি নিচ্ছে না।
হামলাকারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তদন্ত কমিটির প্রতিবেদন প্রদান এবং রোববারই মামলার প্রস্তুতির দাবি জানান আয়ান।
শিক্ষার্থী আয়ান বলেন,‘আমাদের জুলাই বিপ্লবের ৯ দফা মধ্যে সাত নম্বর দফা ছিল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কার্যকর করা। গত ৩৩ বছর ধরে জাকসু নেই। তাই আমি অবিলম্বে দাবি জানাচ্ছি যে আজকের মধ্যেই প্রশাসন জাকসু নির্বাচনের রোড ম্যাপ প্রদান এবং জাকসু নির্বাচন কমিশন গঠন করার।’