বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের করার অপরাধে অভিযুক্ত ২৮ শিক্ষার্থীকে এক বছরের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ৪টায় হলের প্রভোস্ট অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা এ বহিষ্কার আদেশ দেন। বহিষ্কৃতরা সবাই ওই হলের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থী।
২৮ শিক্ষার্থীর বহিষ্কারের বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মো. বজলুর রহমান মোল্যা বলেন, ‘অভিযুক্তরা গত ১১ জানুয়ারি রাতে নতুন ভর্তি ছাত্রদের র্যাগিং করেছে। তারা কাজটা গোপানেই করেছে। পরবর্তীতে তথ্যের ভিত্তিতে ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে আমরা তাদের শনাক্ত করেছি।’
অভিযুক্তরা অপরাধ স্বীকার ও করেছে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলসমূহের প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সের ৭নম্বর ধারা মোতাবেক হল থেকে তাদের এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। সোহরাওয়ার্দী হলের ২৮ জন ও নন অ্যাটাচ ২৫ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।
ইতোমধ্যে সোহরাওয়ার্দী হলের অ্যাটাচ ২৮ জনের মধ্যে যাদের হলে পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নন অ্যাটাচদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
গত ১১ জানুয়ারি বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে র্যাগিংয়ের ঘটনা ঘটে ও নবীন এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যায়। ওইসময় হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ওপর র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ করে।