রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জুলাই অভ্যুত্থানের স্মৃতি প্রদর্শনীর ছবি ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই কাজ করেছে তা জানা যায়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।
সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ রাতুল জানান, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ করেন তারা। পাশাপাশি তিন দিনব্যাপী গণঅভ্যুত্থানের স্মৃতি প্রদর্শনীরও আয়োজন করেন। প্রথম দিনের প্রদর্শনী শেষে সব ঠিকঠাকই ছিল। তবে রাতের আধারে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুষ্কৃতিকারীরা এই কাজ করেছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন একটি চরম অগণতান্ত্রিক পরিবেশে নিপীড়িত হওয়ার পর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে সবাই একটি আপাত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের সুযোগ পেয়েছি। যারা অভ্যুত্থানের পরেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে তারা ক্রমান্বয়ে আবার সেই সন্ত্রাস, দখলদারত্বের পরিবেশ ফিরিয়ে আনতে চায়; যা কোনভাবেই কাম্য নয়।