স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আবার অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা। মঙ্গলবার (জানুয়ারি ২৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন তারা। এনিয়ে দশম দিনের মতো তাদের কর্মসূচি চলছে।
এদিন দুপুর ১২টার দিকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে তারা অবস্থান নিয়ে আছেন।
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, ‘জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঢাকার রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে অনাহারে মরতেও প্রস্তুত তারা। তবুও দাবি আদায় না করে বাড়ি ফিরবেন না। প্রায় ৪০ বছর ধরে আমাদের কোনো বেতন হয় না। আমরা খুবই কষ্টে আছি। এজন্যই আমরা রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছি।’
সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় টিএসসি থেকে শাহবাগ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ আছে।
রোববার (জানুয়ারি ২৬) স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন।