রেসিডেনসিয়াল মডেল কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) অত্র প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন এর নেতৃত্বে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, ৫২’র ভাষা আন্দোলনে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে প্রভাতফেরি পালন, কলেজ মাঠে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত।  

কলেজ বটতলায় অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী “বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫” এর বিভিন্ন প্রতিযোগিতায় কলেজের ৭টি হাউসের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গল্প বলা, ধারাবাহিক গল্পবলা, একক ও দলীয় অভিনয়, ছড়াগান, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক সঙ্গীত, পল্লীগীতি, সমকালীন সঙ্গীত, দেয়াল পত্রিকা এবং চারু ও কারুকলা বিষয়ে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের নানান পরিবেশনা এবং পুরস্কার বিতরণ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা। বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জুনিয়র শাখার ৩টি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিজ্ঞানী ড. কুদরত-ই-খুদা হাউস এবং রানারআপ হয়েছে জসীমউদ্দিন হাউস। সিনিয়র শাখার ৪টি হাউসের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লালন শাহ হাউস এবং রানারআপ হয়েছে নজরুল ইসলাম হাউস।