বাকৃবিতে দুই ছিনতাইকারী আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দুই ছিনতাইকারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। বুধবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি পুলিশ ক্যাম্পের এসআই মোখলেছুর রহমান। 

আটক মো. রুমান (২০) ও মো. রাকিব (২১) কেওয়াটখালি এলাকার বাসিন্দা। 

এসআই জানান, নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পাড়ে বিকালে ঘুরতে গেলে ছিনতাইকারী দলের চার সদস্য তার মোবাইল ফোন ও মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নেয়। পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় একজনকে ধরে ভ্রাম্যমাণ প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। 

আটক ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তাদের দলের আরেক সদস্যকে আটক করা হয়। এসময় শিক্ষার্থীর ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও নগদ ৬২০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।