ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে গণমিছিলটি বের হয়ে কোর্ট প্রাঙ্গণ সড়ক ঘুরে তাঁতিবাজার মোড় পর্যন্ত অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে মিছিলঠি ক্যাম্পাসে ফিরে ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশ শেষে অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসাইনের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাস এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।
মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ছাত্রসংগঠন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।