ঈদের আগেই সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা এপ্রিল মাসের বেতনও এখনো পাননি। কবে পাবেন সেটারও নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহার বোনাস ও বেতনের দাবিতে আন্দোলন করছেন স্কুল-কলেজের এমপিও শিক্ষক-কর্মচারীরা। এরমধ্যেই সুখবর পেলেন তারা। 

পবিত্র ঈদুল আজহায় ১০ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই হিসেবে আগামী ৫ জুন থেকে ছুটি শুরু হচ্ছে। আর এই ছুটি শুরুর আগেই শিক্ষকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান জানান, শিক্ষকদের আন্দোলনের জেরে ঈদের ছুটি শুরুর আগেই বেতন-বোনাস দেওয়া হবে। দুটি বেতন ও বোনাস হয়তো একসঙ্গে পাবেন না। আগে বোনাস ছাড় হতে পারে। এরপর বেতনের অর্থ পাবেন।

তিনি বলেন, এপ্রিল মাসের বেতনটা বকেয়া রয়েছে। সেটির প্রস্তাব আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে খুব দ্রুত ঈদুল আজহার বোনাসের প্রস্তাব পাঠানো হবে। তারপর মে মাসের বেতনের প্রস্তাব দেব।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের ঈদের বোনাস বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আসন্ন কোরবানির ঈদ থেকে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন। আর কর্মচারীরা আগের মতোই বোনাস পাবেন।