ঈদের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল

ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির কারণে প্রশাসনিক কার্যক্রম স্থগিত রয়েছে। এছাড়া সাড়ে ৫ লাখেরও বেশি পরীক্ষার্থীর তথ্য যাচাই ও মূল্যায়ন করতে সময় প্রয়োজন।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের পরে প্রকাশ করা হবে। কারণ, রোববার (১ জুন) থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। 

এর আগে, শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪টি জেলার ৮৭৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৫ লাখ ৪৮ হাজারের বেশি পরীক্ষার্থী। আট বছর পর এবার আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রথমবারের মতো ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চালু হয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষার আয়োজন করা হয়। পাস নম্বর ধরা হয়েছে ৩৫। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।

মেধাতালিকা প্রস্তুতের জন্য এমসিকিউ অংশের নম্বরের সঙ্গে এসএসসির ফলের ৪০ শতাংশ ও এইচএসসির ৬০ শতাংশ যোগ করে ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নম্বর গণনা করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে দেশের ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। এর মধ্যে ২৬৪টি সরকারি এবং ৬১৭টি বেসরকারি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সম্মান কোর্সে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।

ডিগ্রি (পাস) কোর্সে এক হাজার ৯৬৯টি কলেজে ৪ লাখ ২১ হাজার ৯৯০টি আসন রয়েছে। ভর্তি পরীক্ষায় সব বিষয়ে সর্বোচ্চ ৮টি করে কোটা আসন সংরক্ষিত থাকবে— যার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, প্রতিবন্ধী ও পোষ্য কোটা।